বিনোদন ডেস্ক:
‘তুমি অনন্যা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢালিউড এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একই মঞ্চে জয়া আহসানের মা রেহানা মাসুদকে রত্নগর্ভা পুরস্কারও দেয়া হয়েছে।
বিশ্বনারী দিবস উপলক্ষে অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে কলকাতায় জয়াকে এ সম্মানা দেয়া হয়। অন্যদিকে মেয়ের সাফল্যের কারণে মাকে পুরস্কৃত করছে কলকাতার দ্য বেঙ্গল চেম্বার।
বার্ষিক এ অনুষ্ঠানে ভারতের রত্নদের মধ্য থেকে বেশ কয়েকজনকে সম্মাননা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতি বছরই ব্যবসা, চলচ্চিত্র, সংগীত, খেলাধুলা, সাহিত্য ও আজীবন সম্মাননা জানানো হয় রত্নগর্ভা মায়েদের।
জয়া আহসান ভারতীয় চলচ্চিত্রে নিজের সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখে চলছেন বলেই তার মা রেহানা মাসউদকে বেঙ্গল চেম্বার অব কমার্স সম্মানিত করার সিদ্ধান্ত নেয়।
জয়া আহসানকে ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার তুলে দেওয়ার সময় যেমন তার মা রেহেনা মাসউদ উপস্থিত ছিলেন, তেমনি ‘রত্নগর্ভা’র সম্মাননা দেয়ার সময় মায়ের সঙ্গে ছিলেন জয়া আহসান। এ নিয়ে ফেসবুকেও উচ্ছ্বাস প্রকাশ করেন জয়া।
সেরা নিউজ/আকিব