বিনোদন ডেস্ক:
আইরিন মাফিয়াদের সঙ্গে জড়িত। সে যে অন্ধকারের মানুষ, এটা বোঝা যায় না প্রথমে। ধীরে ধীরে দর্শক জানতে পারবে। চরিত্রটি ধূসর, নেতিবাচক একটি চরিত্র। এমন চরিত্রে ‘ধোঁকা’ নামের ওয়েব সিরিজে কাজ করেছেন চিত্রনায়িকা আইরিন। এরইমধ্যে নতুন এই ওয়েব সিরিজের টিজার প্রকাশ হয়েছে। যেখানে সুইমিংপুলের নীল জলের পাশে আবেদনময়ী আইরিনকে আবিষ্কার করা গেছে। সাহসী খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
আইরিন এ প্রসঙ্গে বলেন, ধোঁকা’য় আমাকে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মেয়ের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। যে মেয়েটা মাফিয়া গার্ল। দেশের বাইরে বড় হয়েছে। এমন একটি মেয়ে, যে কখনো বাংলাদেশে যায়নি। তার পোশাক-আশাক যেমনটা হওয়া স্বাভাাবিক, তেমন পোশাকে আমি ওয়েব সিরিজে কাজ করেছি। যে ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি, তার সঙ্গে এমন পোশাক যায়। ইন্দোনেশিয়ার বালিতে এর শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। লাইভ টেকনোলজির অনলাইন প্ল্যাটফরম সিনেস্পটের অ্যাপে দর্শকরা ‘ধোঁকা’ সামনে দেখতে পাবেন। এতে আরো অভিনয় করেছেন সাঞ্জু জন, আঁচল ও এ বি এম সুমন। এসব কাজের বাইরে শিগগিরই নতুন সিনেমার খবরও দিবেন বলে জানালেন আইরিন। উল্লেখ্য, সবশেষ আইরিন অভিনীত ‘পদ্মার প্রেম’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি পরিচালনা করেন হারুন-উজ-জামান।
সেরা নিউজ/আকিব