স্পোর্টস ডেস্ক:
ভারতের ক্রিকেটারদের বলে থুতু না লাগানোর পরামর্শ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ পরামর্শ দিয়েছেন তারা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃহস্পতিবার ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টির কারণে কোনো বল গড়ানো ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়। এ ম্যাচের আগে সুপরামর্শ দেয় বিসিসিআই।
সাধারণত বোলিং করার আগে বল চকচকে করার জন্য তাতে থুতু দিয়ে ট্রাউজারে ঘষেন পেসাররা। মূলত এটি করা হয় বাড়তি সুইং পাওয়ার জন্য। চকচকে বল সুইংয়ে সাহায্য করে।
ভারতীয় ক্রিকেট দলের ফাস্টবোলার ভুবনেশ্বর কুমার বলেন, ক্রিকেটে মার খেলে হবে বোলারের দোষ। থুতু দিয়ে বল চকচকে না করা গেলে বেধড়ক পিটুনি খেতে হতে পারে।
তবে তিনি বলেন, টিম ইন্ডিয়ার চিকিৎসকরা শেষ পর্যন্ত যা বলবেন, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ ডানহাতি পেসার।
অবশ্য বলে থুতু দেয়া যাবে কিনা, এ নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি আইসিসি কিংবা অন্য কোনো বোর্ড থেকে।
ইতিমধ্যে করোনাভাইরাস নিয়ে ভারতের সব ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফ, রাজ্য সংস্থাগুলোর উদ্দেশে বিবৃতি দিয়েছে বিসিসিআই। তাতে কার্যত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং দেশটির কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেসব পরামর্শ দেয়া আছে, সেগুলোই বলা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলা এবং অপরিচিত ফোন দিয়ে সেলফি তোলা। ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা তুঙ্গে। নিয়মিত ক্রিকেটারদের সংস্পর্শে আসতে চান ভক্তরা। তাই এ নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিশ্বের প্রভাবশালী বোর্ড।
তথ্যসূত্র: বিবিসি।
সেরা নিউজ/আকিব