নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার (করোনাভাইরাস সনাক্তকরণ) জন্য কয়েকটি গ্রুপের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। শুক্রবার বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই টাস্কফোর্স গঠন করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আ হ ম তৌহিদুল আহসানকে টাস্কফোর্সের প্রধান করা হয়েছে। তিনি সেরা নিউজকে জানান, স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করবেন। প্রতিটি টাস্কফোর্সে ২০ জন আনসার সদস্য, পাঁচ জন সুপারভাইজার ও দু’জন করে পরিদর্শক রয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে যাত্রীদের চাপ ও অব্যবস্থাপনার কারণে বিমানবন্দরের তিনটি থার্মাল স্ক্যানার অচল হয়ে পড়েছে।
সেরা নিউজ/আকিব