বিনোদন ডেস্ক:
উগান্ডা মাসুদ ২, ব্যাচেলর ট্রিপ, আমি গাধা বলছি, পুলিশ, নোটবুট নাটকগুলোতে অভিনয় করে নিজেকে চিনিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। এখন নিয়মিত কাজ করছেন নাটকে। বলা যায়, মাসের বেশিরভাগ দিন কাটে শুটিংসেটেই। এখনকার ব্যস্ততা কেমন? জবাবে ফারিন বলেন, ‘পহেলা বৈশাখ ও ঈদ, দুটি উত্সব সামনে। অনেক কাজ হাতে এলেও বেছে বেছে করছি। যতটুকু সময় দেওয়া যাচ্ছে ততটুকুই করছি।’
তার বেশিরভাগ নাটকেরই লাখ লাখ ভিউ ইউটিউবে। অল্প সময়ে এত জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। খুব কম সময়ে আমার গ্রহণযোগ্যতা বেড়েছে। ভালো অভিনয় করতে পারি, সে দাবি করছি না। যতটুকু কাজ করি ততটুকুই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। চরিত্র বুঝে অভিনয় করার চেষ্টা করি। এই চেষ্টাই হয়তো নির্মাতাদের ভালো লেগেছে।’
ফেসবুক ব্যবহার করেন না এই অভিনেত্রী। তবে ইনস্টাগ্রামে নিয়মিতই দেখা যায় তাকে। তার অভিনীত নাটকের প্রতিক্রিয়া দর্শকরা সেখানেও জানান। ফারিন বলেন, ‘কোনো নাটক প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অনেক মন্তব্য আসে। এমন প্রতিক্রিয়া পেলে কার না ভালো লাগে!’
২০১৬ সাল থেকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি। তবে ফারিনের অভিনয় জীবনের মোড় ঘোরে গতবছর ইউটিউবের জন্য নির্মিত একটি নাটক দিয়ে। এর নাম ‘এক্স বয়ফ্রেন্ড’। কাজল আরেফিন এটি নির্মাণ করেন। একই সময়ে ইমরাউল রাফাতের ‘ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার-২’ নাটকটিও ইউটিউবে প্রকাশ পাওয়ায় ফারিনের বৃহস্পতি রীতিমতো তুঙ্গে উঠে যায়।
সেরা নিউজ/আকিব