ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের বাড়ি ফরিদপুর। অনুর্ধ্ব ৫০ বছর বয়সী ওই ব্যক্তি লংআইল্যান্ডের নাসাউ কাউন্টিতে বাসবাস করেন।
আরেকজনের বাড়ি সিলেটে। তার বয়স ৫০ বছরের ওপরে। তিনি ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১ মার্চ নিউইয়র্ক শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। দুই সপ্তাহের মধ্যে এর সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। আর পুরো নিউইয়র্ক স্টেটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬১৩ জন।
সেরা নিউজ/আকিব