আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দেশটির সব মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে পাকিস্তানের মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় সংগঠন বেফাকুল মাদারিসিল আরবিয়া পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা হানিফ জালান্ধরী এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
করাচির দারুল উলুম মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
মাওলানা হানিফ বলেন, করোনাভাইরাসের কারণে পাকিস্তানের সব মাদ্রাসা ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ জন্য বার্ষিক পরীক্ষাও আপাতত স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচী পরে জানিয়ে দেয়া হবে।
মাদ্রাসা ছাত্রদের নিজ এলাকায় গিয়ে জনসাধারণকে তওবা, এস্তেগফার ও বেশি বেশি দোয়ার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
এর আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে দেশটির সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
পাকিস্তানের শিক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সেরা নিউজ/আকিব