ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস মোকাবেলায় অস্ট্রিয়ায় একসঙ্গে পাঁচজনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সোমবার থেকে এ নিয়ম কার্যকর হবে।
পুরো ইউরোপে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির
এ দিকে রোমানিয়া সারাদেশে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। চেক রিপাবলিকান প্রধামন্ত্রী পুরো দেশকে কোয়ারেন্টাইন রাখার ঘোষণা দিয়েছেন।
করোনা মোকাবেলায় ফ্রান্স ও স্পেন কঠোর পদক্ষেপ নেওয়ার পর ইউরোপের বাকি দেশগুলো আরও সতর্ক পদক্ষেপ গ্রহণ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ইউরোপকে করোনার কেন্দ্রস্থল ঘোষণা করেছে।
সেরা নিউজ/আকিব