ফ্লোরা সহ তিনজনকে আইনি নোটিশ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ফ্লোরা সহ তিনজনকে আইনি নোটিশ - Shera TV
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

ফ্লোরা সহ তিনজনকে আইনি নোটিশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট:

চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন। বাংলাদেশেও করোনা হানা দিয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে, হোম কোয়ারেন্টাইন সংশ্লিষ্ট বাড়িগুলোর সামনে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলানোর পদক্ষেপ গ্রহণে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

এ নোটিশ পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মো. আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।

সেরা নিউজ/আকিব

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360