ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হযেছে। পাশাপাশি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে।
তিন দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬৫ জন হয়। এরই প্রেক্ষাপটে শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এই ঘোষণা দেয়া হয়। খবর বিবিসির।
খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে এই কারফিউ বলবৎ থাকবে। কারফিউয়ের মধ্যে কেবল গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে। তবে বিমানবন্দরগামী যাত্রীদের ক্ষেত্রে বিমান টিকেট দেখাতে হবে।
এদিকে আগামী মাসে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন নিধারণ করা হয়েছিল। করোনাভাইরাসের কারণে তা স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন।
তবে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন না। তিনি আশা করছিলেন, নির্বাচন হলে তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাতে সংবিধান পরিবর্তন করার সুযোগ পাবেন তিনি।
কিন্তু গত কয়েক দিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও খারাপের দিকে যাওয়ায় দেশটির সরকারি চিকিৎসকদের পরামর্শে নির্বাচন কমিশন ভোট স্থগিতের সিদ্ধান্ত জানায়।
সেরা নিউজ/আকিব