নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ছড়িয়ে পড়া রোধে ১০টি দেশ থেকে ফ্লাইট আসা নিষিদ্ধ করেছে বাংলাদেশ। শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) শনিবার জারি করা এক নোটামে (নোটিশ টু এয়ারম্যান) এ তথ্য জানিয়েছে, ২১ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নোটামে বলা হয়, ‘বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা নির্ধারিত কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।’
এর আগে এই দশটি দেশ করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশিদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
সরকারি সূত্র জানায়, এই দশটি দেশ ছাড়া যুক্তরাষ্ট্র, ব্যাংকক, চীন এবং হংকং থেকে ফ্লাইট পরিচালনা উন্মুক্ত থাকবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ থেকে বাংলাদেশমুখী সব পর্যটকদের ৩১ মার্চ পর্যন্ত এ দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সেরা নিউজ/আকিব