স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা, স্বাধীনতা পদক প্রদান স্থগিত - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা, স্বাধীনতা পদক প্রদান স্থগিত - Shera TV
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা, স্বাধীনতা পদক প্রদান স্থগিত

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান ও স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘বৈঠকে বিশ্বব্যাপী কোভিক ১৯ (করোনা ভাইরাস)-এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি এবং এই মহামারী মোকাবেলায় দেশটির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারা দু’জনেই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।’

এর আগে বিকেলে রাষ্ট্রপতির আদেশে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনও বাতিল করা হয়েছে।মুজিব শতবর্ষ উপলক্ষে রোববার থেকে দুইদিনের এই বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।

 

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360