ইয়োগার মাধ্যমে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে হবে-রামদেব - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ইয়োগার মাধ্যমে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে হবে-রামদেব - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

ইয়োগার মাধ্যমে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে হবে-রামদেব

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২০

অনলাইন ডেস্ক:

ভারতের ইয়োগা গুরু রামদেব করোনার বিস্তার ঠেকাতে জনগণকে ‘জনতা কারফিউ’ সফল করার আহ্বান জানিয়েছেন। দায়িত্বশীল থেকে নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ করেন তিনি। সেইসঙ্গে ইয়োগার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমাদের জনতার কারফিউকে সফল করতে হবে। বাড়িতে থাকতে হবে। জ্যেষ্ঠ নাগরিক এবং শিশুদের কমপক্ষে একমাস বাড়িতে থাকতে হবে। আর এ সময়টাতে নিজের বাসায় বসে ইয়োগার মাধ্যমে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে হবে।

ভারতজুড়ে লকডাউন অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আসছে দুই মাস পুরো জাতির জন্যে খুবই কঠিন সময় হবে। এই রোগের তিনটি স্তর পার করছি আমরা। যদি তা সামাজিক সংক্রমণ পর্যায়ে চলে যায় তবে জাতিকে করোনা নিয়ন্ত্রনে অবর্ণনীয় কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।

ভারতের পর্যাপ্ত হাসপাতাল এবং ভেন্টিলেরট বেড নেই। কাজেই বিপুল পরিমাণ আক্রান্ত মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

রামদেব বলেন, সবাইকে খুবই সতর্ক থাকতে হবে। আক্রান্তকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তবেই করোনাকে সফলতার সাথে ঠেকানো যাবে।

করোনা থেকে বাঁচতে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এ জন্য তিনি ইয়োগার আসনও দেখিয়েছেন।

সূত্র: এএনআই

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360