সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে মহামারিতে রূপ নিচ্ছে করোনাভাইরাস। পরিস্থিতি মোকাবেলায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিতে চারটি বিশেষায়িত ফিল্ড হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমো।
সর্বাধিক পরিমাণে করোনভাইরাস রোগীদের চিকিৎসা দিতে চারটি বিশেষ হাসপাতাল তৈরির প্রস্তাব বিবেচনা করছেন বলে শনিবার জানিয়েছেন গভর্নর।
কুওমা বলেছেন, ফিল্ড হাসপাতালগুলি নিউইয়র্ক সিটির জ্যাকব কে জাভিটস কনভেনশন সেন্টার এবং ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারের সমভূমিতে স্থাপন করা হবে। এ কারণে সেখানকার সব পাবলিক ইভেন্টগুলি বাতিল করা হয়েছে। পাশাপাশি ওল্ড ওয়েস্টবারি ওল্ড ওয়েস্টবারিতে সনি স্টনি ব্রুক ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স এবং রাজ্য কর্মকর্তারা এক ডজনেরও বেশি স্থান থেকে সুযোগ-সুবিধা পর্যালোচনা করে এই স্থানগুলি হাসপাতাল নির্মাণের জন্য বেছে নিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি ফিল্ড হাসপাতালে ২৫০ শয্যা নির্ধারণের জন্য রাজ্যকে বলা হয়েছে। গভর্নর বলেন, সেনা কর্পস অবিলম্বে হাসপাতালগুলির নির্মাণকাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নিউইয়র্ক রাজ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩১৫ জন। মৃত্যু হয়েছে ৭৬ জনের।
নিউইয়র্কের গভর্নর প্রেসে বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রতিদিন আমরা দেখছি নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, এবং আমরা জানি আমরা যে অনুমানের ভিত্তিতে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম এই সংখ্যা তারচেয়ে অনেক বেশি। পরিস্থিতি মোকাবেলায় নতুন ফিল্ড হাসপাতাল তৈরি করা ছাড়া বিকল্প কিছু নেই।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৬ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪৮ জন। এরই মধ্যে দেশটির সবকটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে যে হারে করোনা ছড়িয়ে পড়ছে তাতে অন্তত ১০ লাখ নাগরিক আক্রান্ত হতে পারেন।
সেরা নিউজ/আকিব