ইতালিতে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ইতালিতে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

ইতালিতে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ও আক্রান্তের পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। করোনায় সোমবার আরও ৬০১ জন মারা গেছেন, যা রোববার ছিল ৬৫১ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে।

আজকের মৃত্যুর সংখ্যা কমে যাওয়ায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেরতে শুরু করেছে স্থানীয়রা। একদিনে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭৮৯। যা আগে ছিল ৫ হাজার ৫৬০ জন।

দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ২০৪। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৪৩২ জন। এর আগে ছিল ৬ হাজার ৭২। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০ হাজার ৪১৮। একদিন পূর্বে ছিল ৪৬ হাজার ৬৩৮জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ৯২৭ জনে পৌঁছল।

এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা মোকাবেলায় দেশের জনগণের জন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। জনগণকে সচেতন ও মনোবল বৃদ্ধি করতে তিনি ভাষণ দিচ্ছেন। একই সঙ্গে প্রশাসন আরও নজরদারি বাড়িয়েছেন গোটা ইতালিতে। ইতোমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চল লম্বারদিয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী এক ভাষণে অসাধারণ মনোবলের পরিচয় দেন তিনি ইউরোপের অন্যান্য দেশের চেয়ে সবচেয়ে বেশি বাজেট চিকিৎসাখাত ও জনগণের জন্য বরাদ্দ দেন। সেই সঙ্গে ‘কোনো মানুষ যেন নিজেকে অসহায় বোধ না করে। সেজন্য বলেন রাষ্ট্র সবার পাশে আছে। আজ আমরা পরস্পর থেকে দূরত্ব বজায় রাখব, কাল আবার কাছে জড়িয়ে নেব, আজ আমরা থামব, আগামীকাল অনেক দ্রুত এগিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে আমরা সফল হবোই’।

প্রধানমন্ত্রী কোন্তি দেশের জনগণের স্বার্থে নিয়ম মেনে চলাচল করতে আহ্বান করেন। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হন সে ব্যাপারেও তিনি তাগিদ দেন। অন্যদিকে সুপার মার্কেট, তামাক ও হোম ডেলিভারি খাবারসহ যেসব প্রতিষ্ঠানের অনুমতি রয়েছে সবাই যেন এক মিটার দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360