১৪ দিনের কোয়ারেন্টাইনে ৩৬ স্টাফসহ মাঝনদীতে সুন্দরবন লঞ্চ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
১৪ দিনের কোয়ারেন্টাইনে ৩৬ স্টাফসহ মাঝনদীতে সুন্দরবন লঞ্চ - Shera TV
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

১৪ দিনের কোয়ারেন্টাইনে ৩৬ স্টাফসহ মাঝনদীতে সুন্দরবন লঞ্চ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

বিনা অনুম‌তিতে ঢাকা থেকে সুন্দরবন-১৪লঞ্চ নিয়ে পটুয়াখালী ‌আসায় লঞ্চের সুপারভাইজার, মাস্টার, সুকা‌নিসহ ৩৬জন স্টাফকে আগামী ১৪দিন ল‌ঞ্চেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ও গোলাম সরওয়ার।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় পটুয়াখালী লঞ্চঘাট থে‌কে খা‌নিক দূরে লঞ্চে বসেই এ আদেশ প্রদান করেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, জেলা প্রশাসক মোঃ ম‌তিউল ইসলাম চৌধুরীর নির্দেশে রাতে লঞ্চঘাটে অভিযান পরিচালনা করার সময় ঘাটসংলগ্ন মাঝনদীতে নোঙ্গর করা অবস্তায় আলোবাতি বন্ধ করা সুন্দরবন-১৪লঞ্চ‌টি দেখতে পেয়ে ট্রলারযো‌গে সেখা‌নে হা‌জির হই। পরবর্তীতে লঞ্চের স্টাফদের সা‌থে কথা বলে জানা যায়, লঞ্চ‌টি বিনা অনুম‌তিতে এবং বিধি-বহির্ভূতভাবে আজ সকালে ঢাকা থে‌কে পটুয়াখালীর উদ্দেশে আসে। পরে ঘাট থেকে কিছু দূরে মাঝনদী‌তে নোঙ্গর করে রাখে।

তি‌নি জানান, আইইডিসিআর কর্তৃপক্ষের নির্দেশমতে ঢাকাফেরত যাত্রী বা লোকদের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা থাকায় ওই লঞ্চের সকল স্টাফদের ল‌ঞ্চেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালী নৌবন্দ‌রের সহকারী প‌রিচালক খাজা সা‌দিকুর রহমান জানান, লঞ্চ‌টি পটুয়াখালী আস‌ছে এমন খবর পে‌য়ে আমরা প্র‌য়োজনীয় প্রস্তুতি নি‌য়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যা‌রের সা‌থে অভিযানে অংশ গ্রহণ ক‌রি। ত‌বে খোঁজ নি‌য়ে জে‌নে‌ছি লঞ্চ‌টি বিনা অনুম‌তি‌তে ঢাকার সদরঘা‌টের পাশ থে‌কে পটুয়াখালী আস‌ছে।

তি‌নি জানান, লঞ্চ‌টি ঘা‌টে বা নদীর পা‌ড়ে নোঙ্গর না করে ১৪দিন মাঝনদী‌তে নোঙ্গর করে থাকতে হবে, পাশাপা‌শি ওই লঞ্চের সুপারভাইজার ইউনুসসহ মোট ৩৬জন স্টাফকে লঞ্চেই কোয়ারেন্টাইনে থাকতে হ‌বে।

এদিকে সরেজমিনে দেখা গে‌ছে, লঞ্চ‌টি পটুয়াখালী লঞ্চঘা‌টের কাছাকা‌ছি আস‌লে প্রশাসনের অভিযানের খবর আঁচ কর‌তে পে‌রে আচমকা আলোবাতি বন্ধ ক‌রে নদী‌তে নোঙ্গর ক‌রে রাখে। এই ফা‌ঁকে লঞ্চের সুপারভাইজার ইউনুস লঞ্চ থেকে ট্রলারযো‌গে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়‌নি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360