বিনোদন ডেস্ক:
করোনা ভাইরাসে থমকে গেছে সারা বিশ্ব। থমকে আছে শোবিজের সব ধরনের কাজ। সবার মতো ঘরেই সময় কাটছে তারকাদের। তবে এই সময়ে অনেকে শুধু বসে না থেকে নানা কাজ করছেন। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঘরেই জিমের ব্যবস্থা করেছেন বলে জানান। তিনি বলেন, বাসাতেই জিম করছি। এছাড়া সিনেমা দেখছি। এদিকে ঘর গোছানোর কাজটি বেশি করছি। এভাবেই দিন কেটে যাচ্ছে।
আগামী এক মাস এই অভিনেত্রী ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। করোনাভাইরাসে মিম যতটা না নিজের জন্য, তার চেয়ে বেশি চিন্তিত মা-বাবাকে নিয়ে। তিনি বলেন, মা-বাবা দু’জনই ডায়াবেটিসের রোগী। এ কারণে আগে থেকেই ঘরে অবস্থান করছি আমি। তাদের চোখে চোখে রাখার চেষ্টা করছি।
সেরা নিউজ/আকিব