বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনা প্রতিরোধে পটুয়াখালী জেলা পরিষদের পক্ষে প্রচারনা ও লিফলেট বিতরন করা হয়েছে। পরিষদের সদস্য, বাউফল প্রেসকাবের সভাপতি হারুন অর রশিদ খান জনসচেতনতার লক্ষে বাউফল পৌরসভা, নাজিরপুর, দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরন করেন।
আজ সোমবার দিনব্যাপী এ কর্মসূচীর আওতায় এসব এলাকায় মাইকিংও করা হয়েছে। এ সময় দশম জাতীয় সংসদের চীফহুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি‘র পক্ষ থেকে জনসাধারনের মাঝে মাস্ক ও হ্যান্টস্যানিটাইজার বিতরন করা হয়। নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বর্প স্থানে জনসাধারনের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরন করেন।
এ সময় হারুন অর রশিদ খান জনসচেতনতায় পথচারী ও দোকানীদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, চায়ের দোকান ও জনপরিবহন বন্ধ রাখা সহ সকল প্রকার নিয়ম কানুন মেনে চলার জন্য আহবান জানান।
বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম রাকিব, পৌর যুবলীগ সদস্য গোলাম মর্তুজা সোহাগ, সোহাগ খান, ইসমাইল হোসেন, রাসেল হাওলাদার ও স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।