নিজস্ব প্রতিবেদক:
মেসেজ শেয়ারের মাধ্যমে ৩০ দিনের জন্য ১০ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার খবরটি গুজব বলে জানিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট টিম কাজ করছে বলেও এতে জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহল বিশেষের ১০ জিবি ইন্টারনেট ফ্রি সংক্রান্ত একটি স্ট্যাটাসের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
স্ট্যাটাসটিতে বলা হয়েছে, ‘শেখ হাসিনার সরকার ১০ জিবি ইন্টারনেট দিচ্ছে ৩০ দিনের জন্য একদম ফ্রি। শুধু এই মেসেজটি ২৯ জনকে শেয়ার করুন ও ২ মিনিট পর ব্যালেন্স চেক করুন। প্রথমে আমিও বিশ্বাস করিনি, আমার বন্ধু পেয়েছে, তারপর আমি শেয়ার করেছি, আমিও পেয়েছি।’
তথ্যবিবরণীতে আরও বলা হয়, বিষয়টি একেবারেই সত্য নয়। এটি মহল বিশেষের অসৎ উদ্দেশ্যে প্রচারিত একটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট টিম কাজ করছে। মন্ত্রী যেকোনো গুজব থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সেরা নিউজ/আকিব