তামিম ইকবালরা নিজেদের বেতনের অর্ধেকটা দিয়েছেন করোনা তহবিলে। যে টাকায় করোনার এই ভয়াবহতায় খাদ্য পাবে দরিদ্র-খেটে খাওয়া মানুষ। বসে নেই বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। এরই মধ্যে নিজ উদ্যোগে মাঠে নেমেছে নারী দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। বর্তমানে তিনি ঢাকাতেই আছেন। আজ (সোমবার) তিনি জানিয়েছেন, ৫০টি পরিবারকে সহায়তা দিতে যাচ্ছেন তিনি।
জাহানারা বলেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরীব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে সব কিছু জোগার করেছি।আশা করি, দুই একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো। আমি জানতাম না, জাতীয় দলের ভাইয়ারা বেতনের অর্ধেক দিয়ে দিচ্ছে। তাহলে আমিও দিতাম। কিন্তু এখন যেহেতু সেই সুযোগ নেই, নিজেই কিছু কাজ করছি। আর এখন আমারা জাতীয় নারী দলের সদস্যরা কেউ কাছাকাছি নেই। তাই হয়তো একসঙ্গে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করি, সবাই আলোচনা করে কিছু একটা আবার করবো।’
দেশের নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন জাহানারা। তিনি বলেন, ‘আজই শুনলাম বিসিবি নারী ক্রিকেটারদের জন্য ২০ হাজার করে টাকা দিচ্ছে। যেন এই মুহূর্তে সবাই করোনা প্রতিরোধে নিজেদের প্রস্তুত রাখতে পারে। এটি দারুণ বিষয়। আমি না, আমাদের গোটা নারী দলই ভীষণ খুশি। অবশ্যই আমাদের অভিভাবক বিসিবির এজন্য ধন্যবাদ প্রাপ্য।’
সেরা নিউজ/আকিব