ইন্টারন্যাশনাল ডেস্ক:
স্পেনে করোনা ভাইরাস আক্রান্তের মৃতের সংখ্যা অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মারা গেছেন অন্তত ৮১২ জন। এতে মোট মৃতের সংখ্যা ৭০০০ ছাড়িয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো অন্তত ৬ হাজার ৩৯৮ জন। এতে আক্রান্তের সংখ্যায় ইতালি ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে স্পেন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন অন্তত ৮৫ হাজার ১৯৫ জন। এ খবর দিয়েছে বিবিসি।
ইউরোপে করোনা আক্রান্ত মৃতের হারে ইতালির পরই স্পেনের অবস্থান। ভাইরাসটি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উভয় দেশই।
এর মধ্যে রোববার স্পেনে জারি হয়েছে নতুন নিষেধাজ্ঞা। সকল অনাবশ্যক ব্যবসা ও কর্মকাণ্ড দুই সপ্তাহ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার।
এদিকে, মৃতের সংখ্যা বেড়ে চললেও, কমছে আক্রান্তের সংখ্যা। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরানচা গনজালেজ বলেছেন, দেশটির সর্বশেষ হিসাব অনুসারে কমছে সংক্রমণের হার। এতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। তবে নিবিড় পরিচর্যা ইউনিটগুলোয় বেড়েই চলেছে চাপ। সর্বশেষ হিসাব অনুসারে, মারা গেছেন মোট ৭ হাজার ৩৪০ জন।
সেরা নিউজ/আকিব