নিজস্ব প্রতিবেদক:
চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের কারাগারে থাকা তিন হাজার বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অধিদপ্তরের পক্ষ থেকে এ প্রস্তাবনা দেয়া হয় বলে জানা গেছে। দেশের কারাগারগুলোতে এই মুহুর্তে ধারণ ক্ষমতার অনেক বেশি বন্দি রয়েছে। করোনার ঝুঁকি এড়াতেই এ প্রস্তাব দেয়া হয়েছে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।
সেরা নিউজ/আকিব