৯ লাখ ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৪৫ হাজারের বেশি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
৯ লাখ ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৪৫ হাজারের বেশি - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

৯ লাখ ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৪৫ হাজারের বেশি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে।  মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ হাজার। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বাংলাদেশ সময় বুধবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ১৮০টি দেশ বা অঞ্চলজুড়ে নিশ্চিত আক্রান্ত হয়েছেন অন্তত ৯ লাখ ৫ হাজার ২৭৯ জন। মারা গেছেন ৪৫ হাজার ৩৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ৯০ হাজার ৭১০ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটি অনুসারে, বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ হাজারের বেশি। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭০০ জনের বেশি। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬১ জনে।

ভাইরাসটির প্রাণকেন্দ্র এখন ইউরোপ। সেখানে বুধবার পর্যন্ত এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। জন হপকিন্সের হিসাব অনুসারে, সেখানে বিগত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩৭ জন। আক্রান্ত হয়েছেন আরো ৪ হাজার ৭৮২ জন। এতে মোট মৃত ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ১৫৫ জন ও ১ লাখ ১০ হাজার ৫৭৪ জনে। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে ইতালির পরই রয়েছে স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ২ হাজার ১৩৬ জন। মারা গেছেন অন্তত ৯ হাজার ৫৩ জন।

এদিকে, ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ৩ হাজার ৫৩২ জন। একইভাবে জার্মানিতে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়ে যথাক্রমে ৭৬ হাজার ৫৪৪ জন ও ৮৫৮ জনে পৌঁছেছে। বৃটেনে টানা দ্বিতীয় দিনের মতো আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৪২ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট  মারা গেছেন ২ হাজার ৩৫৬ জন।
এদিকে, আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপের অন্যান্য দেশেও। সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডসে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৭ হাজার ১৩৭ জন, ১৩ হাজার ৯৬৪ জন ও ১৩ হাজার ৯৬৪ জন।

এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভাইরাসটির উতপত্তিস্থল চীনে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৬১ জন। মারা গেছেন ৩ হাজার ৩১৬ জন। এদিকে, ইরানে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩ হাজার। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৯৩ জন। মোট মারা গেছেন ৩ হাজার ৩৬ জন।

এছাড়া, পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১ জন। মারা গেছেন ৮২৮ জন। ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৬৩৭ জন ও ৪৫ জন। সৌদি আরবে মারা গেছেন ১৬ জন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360