নিউইয়র্কে ফুরিয়ে আসছে লাশ মর্গে রাখার জায়গা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিউইয়র্কে ফুরিয়ে আসছে লাশ মর্গে রাখার জায়গা - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

নিউইয়র্কে ফুরিয়ে আসছে লাশ মর্গে রাখার জায়গা

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটিতে আজ রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৯৯ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে জানিয়েছে সিএএএন জানায়, যুক্তরাষ্ট্রে গতকাল একদিনেই ১ হাজার ২২৪ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। এই রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৬২৪ জন।

এর মধ্যেই নিউইয়র্ক শহরের মর্গগুলোতে জায়গা ফুরিয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

এবিসি নিউজ জানায়, মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি রেফ্রিজারেটেড ট্রাক লাশ রাখার কাজে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ট্রাকগুলো প্রস্তুত করে হাসপাতাগুলোতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, অস্থায়ী মর্গ হিসেবে নিউইয়র্ক সিটির র‌্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামের পার্কিং স্পটে রেফ্রিজারেটেড ট্রাকগুলো বসানো হতে পারে। এ নিয়ে টেনশনে রয়েছেন যুক্তরাষ্ট্রের কর্তাব্যক্তিরা।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360