নিজস্ব প্রতিবেদক:
সিলেটে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তিনি একজন চিকিৎসক। রোববার দেশব্যাপী যে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছেন তাদের মধ্যে তিনি একজন। এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান।
জানা গেছে, সিলেটে আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক। রোগ ধরা পড়ার পর তার বাসার সবাইকে লকডাউন করে রাখা হয়েছে। দীর্ঘদিন থেকে এই চিকিৎসক বাসায় অবস্থান করছেন। তিনি বাইরে বের হচ্ছেন না।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, ঢাকায় আইইডিসিআরে ওই ব্যক্তির শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে ফলাফল আসে। তিনি জানান, করোনাভাইরাস ধরা পড়ার পর এই চিকিৎসকের বাসা লকডাউন করা হয়েছে।
সেরা নিউজ/আকিব