বরিশালে করোনা ইউনিটে ভর্তির ১০ মিনিট পর রোগীর মৃত্যু - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বরিশালে করোনা ইউনিটে ভর্তির ১০ মিনিট পর রোগীর মৃত্যু - Shera TV
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

বরিশালে করোনা ইউনিটে ভর্তির ১০ মিনিট পর রোগীর মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ১০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় ওই রোগী এবং ৫ টায় ২০ মিনিটে করোনা ইউনিটেই তার মৃত্যু হয়।

মৃত পুরুষ ব্যক্তি বরিশাল মেট্রোপলিটন থানাধীণ কাউনিয়া থানা এলাকার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন।

তিনি জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে জরুরী বিভাগে আসে ওই রোগী। সেখান থেকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয় বিকল ৫টা ১০ মিনিটে। সেখানে নেয়ার কিছুক্ষন পরই তার মৃত্যু ঘটে। কি কারনে তার মৃত্যু ঘটেছে তা জানার জন্য পরীক্ষা করতে হবে। এজন্য তার ড্রপলেট সংগ্রহ করে ঢাকায় প্রেরন করা হবে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। এখন তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত ২ জন রোগীর মৃত্যু ঘটেছে। বর্তমানে সেখানে ৯জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ।

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360