রমজান মাসে সরকারি অফিস চলবে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
রমজান মাসে সরকারি অফিস চলবে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা - Shera TV
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

রমজান মাসে সরকারি অফিস চলবে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
Islam. Mosque silhouette in night sky with crescent moon and star

নিজস্ব প্রতিবেদক:

রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

সোমবার গণভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, রোজার সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ বা ২৬ এপ্রিল থেকে মুসলমান ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে রমজান মাসের অফিস সময় নির্ধারণ করবে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360