এক অ্যাপে পাওয়া যাচ্ছে করোনাসহ সব ধরনের চিকিৎসা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
এক অ্যাপে পাওয়া যাচ্ছে করোনাসহ সব ধরনের চিকিৎসা - Shera TV
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

এক অ্যাপে পাওয়া যাচ্ছে করোনাসহ সব ধরনের চিকিৎসা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

সেরা টেক ডেস্ক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। প্রতিদিনই দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তাই করোনা চিকিৎসাসহ সব ধরনের রোগের ফ্রি চিকিৎসা দিতে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মোবাইল অ্যাপটি। ‘Ask Doctor’ মোবাইল অ্যাপ তিন শতাধিক চিকিৎসকের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারছেন সাধারণ মানুষ।
এই অ্যাপের মাধ্যমে যে কেউ যে কোনো সময় বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারবেন ও চিকিৎসা নিতে পারবেন।
ইতোমধ্যে এই অ্যাপটির মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার কল রিসিভ করছেন তিন শতাধিক চিকিৎসক। এছাড়াও ২৫ হাজারেরও বেশি সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে।

গণমাধ্যমকে অ্যাপ নির্মাতারা বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে সুস্থ রাখাই এই চিকিৎসকদের লক্ষ্য। এই সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘Ask Doctor’ অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন। কল করুন, জেনে নিন প্রতিরোধে করণীয়সহ প্রয়োজনীয় তথ্য।

সেবার ধরন: করোনা সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা পরামর্শ।
সময়: প্রতিদিন সকাল ০৮ থেকে রাত ১২ টা।

“Ask Doctor” অ্যাপস এর ফিচারসমূহ

১। করোনা হটলাইন: চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলা যাবে।

২। করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন: সম্মানিত করোনা যোদ্ধা চিকিৎসকগণের জন্য।

৩। করোনা (কোভিড ১৯) সংক্রান্ত সর্বশেষ তথ্য।

৪। প্রয়োজনীয় প্রশ্নোত্তর: করোনা (কোভিড ১৯) সংক্রান্ত।

৫। IEDCR Hotline।

৬। করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল এর ঠিকান এবং ফোন নাম্বার।

৭। বিভাগ ভিত্তিক অ্যাম্বুলেন্স সার্ভিস সংক্রান্ত তথ্য রয়েছে।

৮। “যোগাযোগ” এপস এর মাধ্যমে লিখিতভাবেও যোগাযোগ করা যাচ্ছে।

মোবাইল অ্যাপ (https://play.google.com/store/apps/details?id=com.swot.ask_doctor) এর পাশাপাশি আস্ক ডক্টর এর রয়েছে নিজস্ব ফেসবুক পেইজ (fb.com/askdoctorbd/), এবং ওয়েবসাইট (askdoctorbd.com)। এখান থেকেও প্রয়োজনীয় সেবা পাবেন সবাই।

এছাড়াও যে কোনো প্রয়োজনে যোগাযোগ: [email protected]

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360