ইন্টারন্যাশনাল ডেস্ক:
চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩২৮।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। ইতালির পরই মৃতের সংখ্যায় উপরের দিকে আছে স্পেন। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ৯১২ জন। অন্যদিকে মৃতের দিক দিয়ে তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। সেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ৫৫২ জন।
যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আজও নতুন করে ১ হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ১৯৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে।
সেরা নিউজ/আকিব