বুধবার (০৮ এপ্রিল) বেলা সোয়া ১১ টায় কলেজের দ্বিতীয় তলায় ভাইরোলজি বিভাগে স্থাপন করা এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক।
এ সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, করোনাভাইরাস শনাক্তকরণ মেশিনের মাধ্যমে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের মানুষের করোনা শনাক্ত ও চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো।
দেশে করোনায় ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন, তা মেনে চলার এবং সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে অবস্থানের আহ্বানওজানান এই প্রতিমন্ত্রী।
পিসিআর মেশিন উদ্বোধন অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান,শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক অসীত ভূষণ দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা অসীত ভূষণ দাস জানান, বুধবার পিসিআর ল্যাব উদ্বোধন করা হলেও করোনাভাইরাস শনাক্ত করতে আরো দুই একদিন সময় লাগতে পারে।
তবে করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবটি পরিচালনা করতে কয়েকটি নরমাল স্যাম্পল দিয়ে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপি সংশ্লিষ্ট চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেয়ার পর পরীক্ষা কার্যক্রম শুরু হবে বলেও জানান এই অধ্যক্ষ।
সেরা নিউজ/আকিব