সেরা টেক ডেস্ক:
টিকটকে জনপ্রিয়তা রুখতে কাজ করছে গুগল। গুগলের প্রতিষ্ঠান ইউটিউব শিগগিরই একটি নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসছে। নাম হবে শর্টস। টিকটকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই নতুন প্লাটফর্ম।
ছোট ছোট ভিডিও আপলোড করা যাবে এখানে। ঠিক যেমনটা টিকটকের জন্য করতে হয়। ২০২০ সালের শেষে ইউটিউব নতুন ফিচার নিয়ে আসবে।
ইউটিউব এর কর্মকর্তা জানিয়েছেন, গানের সঙ্গে ভিডিও বানানো যাবে এখানে। টিকটকের সঙ্গে টেক্কা দিতেই এটি নিয়ে আসছে ইউটিউব।
সাম্প্রতিক সময়ে টিকটক সব সোশ্যাল মিডিয়ার উপর প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। ভারতে ফেসবুক ও গুগলের কাছে একটা বড় চ্যালেঞ্জের জায়গায় হয়ে উঠেছে টিকটক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে টিকটকের জনপ্রিয়তা প্রথম সারিতে। যেখানে গানের সঙ্গে কোনো সংলাপ এর সঙ্গে ভিডিও তৈরি করতে পারবেন আপনিও। ১৫ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় টিকটকে।
যেখানে ব্যবহারকারী কখনই একঘেয়ে হয়ে উঠেন না। বর্তমানে ১.৫ বিলিয়ন ডাউনলোড হয়েছে টিকটক, যার মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়রা ডাউনলোড করেছে এই অ্যাপ।
সেরা নিউজ/আকিব