ইতালিতে মেয়াদ বাড়ছে লকডাউনের - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ইতালিতে মেয়াদ বাড়ছে লকডাউনের - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

ইতালিতে মেয়াদ বাড়ছে লকডাউনের

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দ্বিতীয় দফায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইতালি সরকার। দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে উদ্ধৃত করে বলা হচ্ছে, ইতালির লকডাউন পরিস্থিতি আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাড়ানোর ব্যাপারে প্রস্তুত রয়েছে সরকার।

ইতালির স্থানীয় গণমাধ্যমের বরোতে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে আজ অথবা আগামীকাল একটি ডিক্রি জারি করতে পারেন প্রধানমন্ত্রী কোঁতে। আগামী ৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন ধরে দেশের বিজ্ঞানী ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ফেব্রুয়ারিতে ইতালিতে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৮ হাজার ২৭৯ জন মারা গেছে। যা গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় সর্বোচ্চ।

সম্প্রতি ইতালিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। এছাড়া যারা করোনায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন সেই সংখ্যাও কমছে। তবে ইস্টার সানডেসহ অন্যান্য কারণে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতালির মানুষ ও সরকারও শুরুতে গুরুত্ব দেয়নি করোনাভাইরাসকে। চীনে যখন করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থা চলছিল, তখনো দিব্যি ইতালিতে মানুষ আনন্দ-ফুর্তিতে মেতেছে, নানা উৎসব চলেছে। চীনসহ নানা দেশ থেকে মানুষ গেছে সেখানে। শুরুতে কর্তাব্যক্তি, স্বাস্থ্য বিভাগ কেউই প্রস্তুতি নেয়নি।

স্থানীয় দৈনিক দ্যা কোরিয়ার ডেলা সেরা বলছে, অল্প সংখ্যায় হলেও কিছু ব্যাবসা পুনরায় চালু করার জন্য প্রধানমন্ত্রী কোঁতের সরকারের ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। তবে সরকারঘোষিত লকডাউনের মেয়াদ মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হওয়ার কথা। এমন পরিস্থিতি নানামুখী চাপে পড়েছে সরকার।

এখন অবধি সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে ইতোমধ্যে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান অ্যাসোসিয়েশন অব ডক্টরস। তাদের মধ্যে অর্ধশতাধিক কাজ করতেন লোম্বার্ডি অঞ্চলে। এছাড়া ১০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীসহ মোট আক্রান্ত এখন প্রায় দেড় লাখ।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360