করোনাকে জয় করলেন ১০৭ বছর বয়সী নারী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
করোনাকে জয় করলেন ১০৭ বছর বয়সী নারী - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

করোনাকে জয় করলেন ১০৭ বছর বয়সী নারী

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাসের বিরুদ্ধে আশা জাগানিয়া জয় লাভ করেছেন নেদারল্যান্ডসের ১০৭ বছর বয়সী নারী। খুব সম্ভবত বর্তমানে পুরো বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠা সবচেয়ে বয়স্ক মানুষ তিনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।
ডাচ পত্রিকা এডি অনুসারে, ওই নারীর নাম কর্নেলিয়া রাস। তিনি দেশটির গোয়েরি-ওভারফ্লাকি দ্বীপের একটি নার্সিং হোমের বাসিন্দা। গত ১৬ই মার্চ তিনি ১০৭তম জন্মদিন পালন করেন। এর পরদিনই অসুস্থ হয়ে পড়েন। সেদিন নার্সিং হোমের অন্যান্য সদস্যদের সঙ্গে গীর্জার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। পরীক্ষার পর তিনি সহ ওইদিন গীর্জায় যোগ দেয়া আরো ৪০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

তাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১২ জন মারা গেছেন।
কিন্তু গত সোমবার চিকিৎসকরা রাসকে জানান, তার দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তিনি ভাইরাসটিকে পরাজিত করেছেন। তার ভাইঝি মাইকি গণমাধ্যমকে বলেন, আমরা ভাবিনি তিনি এ যাত্রায় বেঁচে ফিরবেন। তিনি কোনো ওষুধ নেননি। এখনো হাঁটতে পারেন। প্রতি রাতে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য হাঁটু গেড়ে বসতে পারেন। তিনি এসব চালিয়ে যাবেন।
বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বৃদ্ধ ও জটিল রোগে আক্রান্তরা। এর মধ্যে রাসের এই সুস্থ হওয়ার ঘটনা অনেকের মনে আশা জাগিয়েছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ লাখ। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি। নেদারল্যান্ডসে আক্রান্তের সংখ্যা প্রায় ২২ হাজার। মারা গেছেন ২ হাজার ৩৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৭২ জন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360