বিনোদন ডেস্ক:
রতন কাহারের বিখ্যাত গান ‘বড়লোকের বেটি লো’। সম্প্রতি এ গান নতুন করে প্রকাশ করেছেন বলিউডের র্যাপার বাদশাহ। তিনি নাম দিয়েছেন ‘গেন্দা ফুল’।
চকচকা ভিডিওতে বাদশাহর সাথে মডেল হয়েছেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজ। ভিডিওটি দারুণ আলোচিত হয়েছে। সাধারণ দর্শকের পাশাপাশি অনেক তারকারাও এই গানে জ্যাকলিনের সাজে ভিডিও করেছেন।
এবার জ্যাকলিন সাজে হাজির হলেন কলকাতার নায়িকা কৌশানী মুখার্জি। সেই গানের সুরে একটি টিকটক ভিডিও বানিয়েছেন তিনি। ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন কৌশানী। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ১ লাখ ইউজার।
প্রসঙ্গত, রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে টলি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন কৌশানী। বিপরীতে ছিলেন বনি। এরপর রবি কিনাগি, রাজীবকুমার বিশ্বাস, রাজা চন্দ, অনিকেত চট্টোপাধ্যায়, অনুপ সেনগুপ্তর মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন এই নায়িকা।
দেখুন কৌশানীর ভিডিও :
সেরা নিউজ/আকিব