ইন্টারন্যাশনাল ডেস্ক:
ব্রাজিলের আদিবাসী ইয়ানোমামিদের মধ্যে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এই আদিবাসীরা অ্যামাজনের রেইনফরেস্ট এলাকার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন। তারা নানা রকম রোগব্যাধির ঝুঁকিতে আছেন এমনিতেই। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক ম্যানডেট্টা বলেছেন, আমরা আদিবাসী সম্প্রদায় সম্পর্কে তিনগুন সতর্কতা অবলম্বন করছি। বিশেষ করে এ জন্য যে, বাইরের দুনিয়ার সঙ্গে তাদের যোগাযোগ নেই বললেই চলে। এই সম্প্রদায়ের ১৫ বছর বয়সী একটি বালকের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। তাকে একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্রাজিলে বসবাস করেন আট লাখ আদিবাসী জনগোষ্ঠী।
তার মধ্যে রয়েছে ৩ শতাধিক আদিবাসী গ্রুপ। সব মিলিয়ে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪ হাজার মানুষ। মারা গেছেন ৭০০। সূত্র বিবিসি।
সেরা নিউজ/আকিব