বিশ্বজুড়ে করোনা আতংক: জার্মানিতে বসন্ত - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বিশ্বজুড়ে করোনা আতংক: জার্মানিতে বসন্ত - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনা আতংক: জার্মানিতে বসন্ত

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:
বসন্তের আগমনী বার্তা নিয়ে জার্মানির মাঠ জুড়ে ফুটেছে টিউলিপ ফুল। দূর থেকে দেখলে মনে হয় সামনে ঢেউ খেলানো ফুলের সাগর।

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফেলিয়ার গ্রেভেনব্রোইক শহরের এক মাঠে এমন বাহারি রঙের ফুল ফুটেছে। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে পুরো জেলা থেকে ছুটে এসেছেন প্রকৃতি প্রেমীরা।

বসন্তের আগমনে জার্মানির মাঠ জুড়ে বাহারি টিউলিপ
জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফেলিয়ার গ্রেভেনব্রোইক শহরের এক মাঠে এমন বাহারি রঙের ফুল ফুটেছে


১০০ হেক্টর আয়তনের মাঠের উপর থেকে ড্রোন দিয়ে তোলা ছবিতে একের পর এক লাল, গোলাপি, হলুদ ও সাদা রঙের সারি দেখা যায়। রোদ পড়ে চকচক করছে ফুলের সারিগুলো।

বসন্তের আগমনে জার্মানির মাঠ জুড়ে বাহারি টিউলিপ
ড্রোন দিয়ে তোলা ছবিতে একের পর এক লাল, গোলাপি, হলুদ ও সাদা রঙের সারি দেখা যায়


রোববার (১২ এপ্রিল) প্রকৃতির টানে ছুটে আসা কয়েকজনকে ফুলের সারির মাঝে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়তে দেখা যায়। এই সুন্দর মুহূর্তটাকে তারা আজীবন ফ্রেমবন্দি করে রাখার সুযোগ ছাড়তে চান না।

বসন্তের আগমনে জার্মানির মাঠ জুড়ে বাহারি টিউলিপ
সুন্দর মুহূর্তটাকে তারা আজীবন ফ্রেমবন্দি করে রাখার সুযোগ ছাড়তে চান না


পশ্চিমা জার্মান রাজ্য বরাবরই প্রকৃতি সংরক্ষণের জন্য খ্যাত। এছাড়া ছয়জন কৃষক টিউলিপের প্রজনন ও চাষের মাধ্যমে পুরো জার্মানির মধ্যে অন্যতম বড় চাষের ক্ষেত্র তৈরি করায় এই জেলা সুপরিচিত হয়ে উঠেছে।

বসন্তের আগমনে জার্মানির মাঠ জুড়ে বাহারি টিউলিপ
টিউলিপের চারা সাধারণত শরতকালে লাগানো হয়


টিউলিপের চারা সাধারণত শরতকালে লাগানো হয় এবং বসন্তে ফুল আসে। বর্তমানে সারা বিশ্বজুড়ে বিভিন্ন জাতের টিউলিপের চাষ হলেও আগে এটি শুধু দক্ষিণ ইউরোপ এবং মধ্য এশিয়ায় পাওয়া যেত।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360