বিনোদন ডেস্ক:
অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের পিতা করোনা আক্রান্ত বলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতাল সুত্রে বলা হয়েছে, অভিনেত্রীর পিতা ডায়াবেটিকের রোগী। রবিবার রাতে প্রবল শ্বাসকষ্ট-সহ অল্প জ্বর নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে উনার শরীরে করোনা আক্রান্ত হওয়ার সমস্ত উপসর্গ দেখা গিয়েছিল। ফলে হাসাপাতালেই করোনা পরীক্ষার ব্যবস্থা থাকায় সঙ্গে সঙ্গেই পরীক্ষা করা হয়েছে। রেজাল্ট এসেছে পজিটিভ। তবে হাসপাতালে পিতাকে ভর্তি করার পর অভিনেত্রী নুসরত বলেছিলেন, তার পিতার কোনও শ্বাস কষ্ট ছিল না। সেইসঙ্গে দাবি করেছিলেন তাঁর বাবা বিদেশে কোথাও যাননি।
করোনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে পাঠানো হযেছে। জানা গিয়েছে, পিতার করোনা সংক্রমণ নিয়ে আরও নিসংশয় হতে চেয়েছেন নুসরত। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে ফের নমুনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, একটি সরকারি পরীক্ষাগারে ফের সাংসদের বাবার লালরসের নমুনা পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।
সেরা নিউজ/আকিব