যুক্তরাজ্যে করোনা সংক্রমনে মারা গেছে সরকারি হিসাবের চেয়েও ১৫ শতাংশ বেশি মানুষ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যুক্তরাজ্যে করোনা সংক্রমনে মারা গেছে সরকারি হিসাবের চেয়েও ১৫ শতাংশ বেশি মানুষ - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে করোনা সংক্রমনে মারা গেছে সরকারি হিসাবের চেয়েও ১৫ শতাংশ বেশি মানুষ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে সরকারি হিসাবের চেয়েও ১৫ শতাংশ বেশি মানুষ মারা গেছে। করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে দেশটি গত ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে পড়তে পারে। সরকার যে পরিসংখ্যান দিয়েছে, তাতে কেবল হাসপাতালগুলোতে মৃত্যুর সংখ্যা এসেছে। কিন্তু নার্সিং হোমগুলোতে মৃতের সংখ্যা এই পরিসংখ্যানে যুক্ত হয়নি। খবর আল জাজিরার।

ব্রিটেনে সরকারি হিসাবে মৃত্যুর হার সারাবিশ্বে পঞ্চম স্থানে। দেশটির সরকারের বিজ্ঞানসম্পর্কিত একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছিলেন, ক্ষতিগ্রস্ত হওয়ার দিক থেকে ব্রিটেন ইউরোপের সবচেয়ে বেশি ঝুঁকির দেশ হতে পারে।

সোমবার ২৪ ঘণ্টায় ব্রিটেনের হাসপাতালগুলোতে আরও ৭৭৮ জন মারা গেছে। মৃতের সর্বশেষ সংখ্যা বলা হয়েছে ১২ হাজার ১০৭ জন। কিন্তু মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নার্সিং হোমগুলোতে যারা মারা যাচ্ছে সরকারি হিসাবে সেগুলো আসছে না।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছে, দেশটিতে গত ৩ এপ্রিল পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৫ হাজার ৯৭৯ জন ছিল। হার্ভার্ডের টিএইচ চান স্কুলের পাবলিক হেলথ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর বিল হেনেজ বলেন, অনেক মৃত্যু হিসাবের বাইরে থেকে যাচ্ছে। নার্সিং হোমগুলোর হিসাব পাওয়া যাচ্ছে না।

আলজাজিরার লন্ডন সংবাদদাতা জানিয়েছেন, সরকারি হিসাবে যা আসছে, তা আসলে বাস্তবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360