আমিরাতে আক্রান্ত ৪৬০, মৃত্যু২ জনের - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আমিরাতে আক্রান্ত ৪৬০, মৃত্যু২ জনের - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

আমিরাতে আক্রান্ত ৪৬০, মৃত্যু২ জনের

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮২৫ জনে। মৃত্যু হয়েছে দুইজনের, সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে দুইজন এশিয়ান নাগরিক। এর আগে ৩৩ জনসহ মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন। আর নতুন ৬১ জনসহ এক হাজার ৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবুধাবিতে মোয়াকিব পার্কিং ফ্রি, শারজাহ আল জুবাই বাসস্টেশন বন্ধ থাকবে। শারজাহ থেকে আন্তঃনগর বাস সার্ভিসও বন্ধ থাকবে। আবুধাবি, আল আইন ও আল দাফরা থেকে কোনো প্রবাসী শ্রমিক দুবাই বা অন্য কোথায় গেলে বা ওখান থেকে এলে তিন হাজার থেকে ১০ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটিতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বিবাহ এবং বিচ্ছেদ দুটোর ওপরই নিষেধাজ্ঞা জারি করেছে দুবাইয়ের একটি আদালত। গত ৮ এপ্রিল দুবাইয়ের একটি আদালত এ নিষিধাজ্ঞা জারি করেছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই এই নির্দেশ দিয়েছে দুবাইয়ের আদালত।

এর আগে আমিরাতে যাদের রেসিডেন্স পারমিট বা ভিজিট ভিসা বা এমিরেটস আইডির মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর যারা দেশের বাইরে আছেন তাদের রেসিডেন্স পারমিট বা এমিরেটস আইডির মেয়াদ ১ মার্চের পর শেষ হয়ে থাকলে তাদের ভিসার মেয়াদও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির নতুন এ দুই আইনে অন্যান্য দেশের প্রবাসীদের মতো বাংলাদেশিরাও উপকৃত হবেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360