আন্তর্জাতিক ডেস্ক:
তাবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভির বিরুদ্ধে এবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে মাওলানা সাদ ও তার ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা গেছে, তাবলিগ জামাতের প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এবার তার সঙ্গে ৩০৪ ধারা যোগ করা হলো। এই ধারা যোগ করার ফলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে তাবলিগ জামাতের এক মুখপাত্র মুজিব-উর-রহমান, নতুন ধরা যোগ করার সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলিগের এক সমাবেশে অংশ নেয়াদের মাধ্যমে দেশটিতে অন্তত ৪০০ জন করোনা সংক্রমিত হয়েছেন। শত বছরের পুরোনো ওই মসজিদে গত মাসে তাবলিগ জামাত অনুষ্ঠিত হয়।
দেশটির কর্মকর্তাদের ধারণা, এতে অন্তত ৯ হাজার মানুষ অংশ নেন; যাদের অনেকেই বিদেশি। তাবলিগ জামাতে অংশগ্রহণকারীদের সবাই করোনার ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন তারা।
মাওলানা সাদের বিরুদ্ধে আনা অভিযোগে পুলিশ বলেছে, তিনি সামাজিক দূরত্ব ও বড় ধরনের জনসমাগম বাতিলে সরকারের দেয়া নির্দেশনা উপেক্ষা করে ভক্তদের সমবেত হতে উৎসাহ দিয়েছেন। মারকাজ নিজামুদ্দিন ভবন খালি করতে পুলিশ দু’দফায় নোটিশ পাঠালেও তিনি তাতে কর্ণপাত করেননি।
এদিকে দিল্লির মারকাজ নিজামুদ্দিন মসজিদে ব্যাপক জনসমাগমের অভিযোগ ওঠার পর আত্মগোপনে থাকা তাবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে ভারতের পুলিশ।
দিল্লি পুলিশের একাধিক সূত্র দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, ৫৬ বছর বয়সী মাওলানা সাদ সম্ভবত করোনা সংক্রমিত হয়েছেন। গত ২৮ মার্চ শেষবারের মতো জনসম্মুখে দেখা যায় তাবলিগ জামাতের এই প্রধানকে।
ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪০০ জন।
সেরা নিউজ/আকিব