ইন্টারন্যাশনাল ডেস্ক:
মালয়েশিয়ায় টানা লকডাউন আর কড়াকড়ি আরোপের কারণে কমতে শুরু করেছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। প্রবাসীদের মধ্যে ৬৩ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬০১ অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে অভিবাসীদের করোনায় আক্রান্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ায় সর্বমোট ৬০১ বিদেশি অভিবাসীরা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার ১০৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের ১০৪ জন।
তৃতীয় অবস্থানে রয়েছেন- বাংলাদেশের ৬৩ জন। এছাড়াও ইন্ডিয়ার ৬০, পাকিস্তানের ৫১ জন। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। আক্রান্তদের মধ্যে ৩ বিদেশির মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ৬০১ জন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠছে ২৪২ জন। এ ছাড়া এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৫৬ জন। আজ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ৬৯ জন। তার বিপরীত সুস্থ হয়ে উঠছে ২০১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৫১ এবং সুস্থ হয়েছেন ২৯৬৭ জন। মৃত্যু হয়েছে সর্বমোট ৮৬ জনের।
এর আগে, মালয়েশিয়ায় চলাচল নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) লঙ্ঘন করায় ১৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করে পুলিশ। এমসিও লঙ্ঘনের দায়ে ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে ১৪ হাজার ৯২২ জনকে গ্রেফতার করা হয়।
প্রথম ধাপে মোট ৩ হাজার ৬২২ জনকে গ্রেফতার করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে ৭ হাজার ৬৬৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে ৫ হাজার ৮৩০ জনকে আদালতে অভিযুক্ত করা হয়েছে। তৃতীয় ধাপে গ্রেফতার হওয়া সবাইকে আদালতে অভিযুক্ত করা হবে। এমসিও লঙ্ঘন করা কোনো ছোট অপরাধ নয়। প্রত্যেকে যদি এটি মেনে না চলেন, তবে এটি দেশের জন্য একটি বড় বিপর্যয় হয়ে উঠবে।
এখন থেকে কন্ট্রোল অর্ডার অমান্যকারীদের রিমান্ডে নেয়ার পর সোজা আদালতে সোপর্দ করবে পুলিশ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ইসমাইল বলেন, ‘নতুন এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেকে লকডাউন অমান্য করছেন দেখে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার’।
মালয়েশিয়ায় গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন মঙ্গলবার (১৪ এপ্রিল) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ চলমান থাকায় এর সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করেছে দেশটির সরকার।
সেরা নিউজ/আকিব