২২ হাজার ছাড়াল ইতালিতে মৃতের সংখ্যা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
২২ হাজার ছাড়াল ইতালিতে মৃতের সংখ্যা - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

২২ হাজার ছাড়াল ইতালিতে মৃতের সংখ্যা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৭০ জন।

বৃহস্পতিবার ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, একদিনে দেশটিতে নতুন রোগী বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১ শতাংশ হারে। ফলে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৬০৭ জন। আর সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন।

এদিন বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া, টানা ১৩তম দিনের মতো কমেছে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা।

ইতালিতে এখনও করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু লোম্বার্ডি। দেশটিতে করোনায় মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে এই অঞ্চলে।

করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ভয়াবহ অর্থনৈতিক মন্দা কাটাতে সম্প্রতি লকডাউনের শর্ত কিছুটা শিথিল করেছে ইতালি। খুলে দেয়া হয়েছে বেশ কিছু দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

সূত্র: আনাদোলু এজেন্সি

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360