লকডাউন মানছে কিনা জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাবে ম্যাপ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
লকডাউন মানছে কিনা জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাবে ম্যাপ - Shera TV
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

লকডাউন মানছে কিনা জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাবে ম্যাপ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

সেরা টেক ডেস্ক:

বিশ্বজুড়ে দ্রুত করোনা সংক্রমণ ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। কিন্তু কয়জনই আর মানছেন তা। তাই মানুষ ঠিকমত লকডাউন নির্দেশনা মানছেন কিনা তা জানাতে ডেটা উন্মুক্ত করেছে অ্যাপল ম্যাপ। অ্যাপল কর্তৃপক্ষ তাদের ম্যাপ থেকে প্রদত্ত তথ্য ব্যবহার করে তা জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অ্যাপল জানায়, লকডাউন চলাকালীন সময়ে অ্যাপল ম্যাপের তথ্য থেকে ইউজারদের গতিবিধি (ভ্রমণ সংক্রান্ত) গাড়ি চালানো, গণপরিবহন ব্যবহার সংক্রান্ত ডেটা তুলে ধরা হবে।

অ্যাপল ম্যাপ থেকে প্রাপ্ত তথ্য প্রতিনিয়ত আপডেট করা হবে এবং ৬৩ দেশের প্রধান শহরগুলোর ডেটা প্রকাশ করা হবে।

ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহ থেকে তারা অ্যাপলের দেওয়া ডেটা ব্যবহার করে বিভিন্ন স্থানে লকডাউনের কার্যকারিতা পরিমাপও করতে সক্ষম হয়েছে।

গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে অ্যাপল জানায়, এ ডেটার মধ্যে নির্দিষ্ট কোনো ব্যক্তি সাধারণের তথ্য দেওয়া হবে না।

এর আগে মার্কিন টেক জায়ান্ট গুগলও লকডাউন নিশ্চিত করতে জনস্বাস্থ্য অধিদফতরকে সহায়তা করতে এরকম প্রোগ্রাম চালু করেছে।

তবে গ্রাহকদের নিরাপত্তায় অ্যাপল ও গুগল জানায়, লকডাউনের পরে তারা ইউজারদের গতিবিধি নজরদারি করবে না।

সূত্র: ইন্ডিপেনডেন্ট

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360