১ লাখ ৬০ হাজার ছাড়াল করোনায় মৃতের সংখ্যা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
১ লাখ ৬০ হাজার ছাড়াল করোনায় মৃতের সংখ্যা - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

১ লাখ ৬০ হাজার ছাড়াল করোনায় মৃতের সংখ্যা

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রায় ৭ লাখ ৩৯ হাজার। এরমধ্যে ৩৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ হিসাব দিয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজারের মধ্যে ২৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ইউরোপের আরেক দেশ স্পেনে। সেখানে আক্রান্ত হিসেবে শনাক্ত ১ লাখ ৯৬ হাজার রোগীর ২০ হাজার ৬০০ এর বেশি মারা গেছেন।

তবে আশার খবর, চীনের উহান থেকে প্রাদুর্ভাব শুরু হওয়া করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৬ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজন। এছাড়া অনেক দেশ সঠিকভাবে হিসাব না রাখায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্র, ইতালি আর স্পেনে ছাড়াও মৃত্যুর মিছিল চলছে ইউরোপের আরও কিছু দেশে। যুক্তরাজ্যে মারা গেছেন ১৫ হাজার ৪০০ এর বেশি; আক্রান্ত ১ লাখ ১৫ হাজার। এছাড়া ফ্রান্সে করোনায় আক্রান্ত দেড় লক্ষাধিক মানুষের মধ্যে ১৯ হাজার ৩০০ জনের বেশি মারা গেছেন। জার্মানিতে মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি; আক্রান্ত প্রায় দেড় লাখ।

এদিকে ইরানে করোনায় আক্রান্ত হয়ে ৫ সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। এছাড়া বেলজিয়ামে প্রায় সাড়ে ৫ হাজার করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন। নেদারল্যান্ডসে এই সংখ্যা ৩ হাজার ৬০০ এবং সুইজারল্যান্ডে ১৩শ এর বেশি। সুইডেনে মৃতের সংখ্যা ১৫শ এর বেশি।

মধ্যপ্রাচ্যে আক্রান্তের সংখ্যায় ইরানকে ছাড়িয়ে গেছে তুরস্ক। দেশটিতে ৮২ হাজারের বেশি কোভিড-১৯ রোগীর প্রায় ১৯শ জন মারা গেছেন। চীনে প্রাদুর্ভাব শুরু হলেও দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ৮২ হাজার; মৃত্যু ৪ হাজার ৬০০ এর বেশি। ব্রাজিলে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০০ মানুষ। কানাডায় প্রায় ১৫শ।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360