বাংলাদেশেও থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং কার্যক্রম চালু - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাংলাদেশেও থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং কার্যক্রম চালু - Shera TV
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশেও থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং কার্যক্রম চালু

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

সেরা টেক ডেস্ক:
ভুল তথ্য বা ছবি ছড়িয়ে পড়া ঠেকানোর পাশাপাশি অনলাইনে বিনিময় করা সংবাদের সত্যতা পর্যালোচনা করতে গতকাল থেকে বাংলাদেশেও থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং কার্যক্রম চালু করেছে ফেসবুক। নতুন এ উদ্যোগের আওতায় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের বিনিময় করা বিভিন্ন বার্তা, ছবি বা ভিডিওর সত্যতা স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য পর্যালোচনা করে যাচাই করবে ভারতের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বুম’ (বিওওএম)।

পোস্টের তথ্য পর্যালোচনার পর সেগুলোর গ্রহণযোগ্যাতা সম্পর্কে নিজেদের মতামতও জানাবে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) অঙ্গসংগঠনটি। নতুন এ উদ্যোগের আওতায় মিথ্যা বা ভুয়া পোস্ট চিহ্নিত করে সেগুলো নিউজ ফিডের একেবারে শেষে প্রদর্শন করবে ফেসবুক। এমনকি ফেসবুক পেজের অ্যাডমিনরা মিথ্যা তথ্য বিনিময় করলে তাদেরও সতর্ক করবে। এক বিবৃতিতে ফেসবুকের এশিয়া প্রশান্ত অঞ্চলের নিউজ পার্টনারশিপ বিভাগের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, ‘আমরা জানি যে ফেসবুক ব্যবহারকারীরা সঠিক তথ্য পেতে চায়।

বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রগ্রাম চালুর মাধ্যমে সচেতন জনগোষ্ঠী তৈরি করা সম্ভব হবে।’ ২০১৬ সালের ডিসেম্বরে ফ্যাক্ট চেকিং প্রগ্রাম চালু করে ফেসবুক। বর্তমানে এ কার্যক্রমের আওতায় ৫০টির বেশি ভাষায় ব্যবহারকারীদের তথ্যের গ্রহণযোগ্যতা যাচাই করছে ফেসবুক।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360