বাংলাদেশের কাঠবিড়ালী নিয়ে ভারতে হৈচৈ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাংলাদেশের কাঠবিড়ালী নিয়ে ভারতে হৈচৈ - Shera TV
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

বাংলাদেশের কাঠবিড়ালী নিয়ে ভারতে হৈচৈ

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক:
এ বছর ১৭ জানুয়ারি সারা দেশে মুক্তি পায় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনীত ছবি ‘কাঠবিড়ালী’। পরিচালক নিয়ামুল মুক্তার নির্মিত প্রথম ছবি এটি। এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও শাওন।

সপ্তাহে মাত্র ১৮টি হলে মুক্তি পেলেও  সিনেমাটির  গল্প ও পরিচলকের গল্প বলার ধরণে মুগ্ধ হয়েছেন দর্শক। তাই মুক্তির প্রথম দিন থেকেই প্রশংসায় ভাসছে ছবিটি। প্রশংসা  পেয়েছে ছবিটির সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

সিনেমা হলে চলার পাশাপাশি বেশ কিছু জায়াগায় ছবিটির বিকল্প প্রদর্শনও করা হয়। সেখানেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কাঠবিড়ালী নিয়ে নতুন সুখবর হচ্ছে  সিনেমাটি এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে।

আগামী ২৪ এপ্রিল থেকে সিনেমাটি দেখা যাবে ভারতীয় ভিডিও প্ল্যাটফর্ম ‘হইচই’ এ। তথ্য নিশ্চিত করে সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা। পাশাপাশি হইচই থেকেও চালানো হচ্ছে প্রচারণা।

চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত ছবিটি হইচইয়ে মুক্তি বিষয়ে পরিচালক বলেন, ‌’দর্শকদের ভালবাসায় আমারা এতদূর এসেছি। আমরা আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি নিয়ে আগ্রহ নিয়ে দেখবেন। এছাড়া আগামী যেকোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে আমাদের।’

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালের ২ মার্চ। ছবিটির মূখ্য চরিত্রে অভিনয় করা স্পর্শিয়া বলেন,  ‌‌’যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি তারা এবার ছবিটি অনলাইনে দেখতে পাবেন। ছবিটি মুক্তির পরই দারুন প্রশংসিত হয়। আশা করি নতুন করে যারা দেখবেন তাদের কাছেও ভালো লাগবে।’

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360