ভারতের করোনার হানা রাষ্ট্রপতির বাসভবনে, ১১৫ পরিবার আইসোলেশনে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ভারতের করোনার হানা রাষ্ট্রপতির বাসভবনে, ১১৫ পরিবার আইসোলেশনে - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

ভারতের করোনার হানা রাষ্ট্রপতির বাসভবনে, ১১৫ পরিবার আইসোলেশনে

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে হানা দিয়েছে মহামারি করোনাভাইরাস। রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতাকর্মীর পুত্রবধূর দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর ভবনের ১১৫টি পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। খবর নয়াদিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আক্রান্ত পুত্রবধূর সংস্পর্শে আসা ওই পরিচ্ছন্নতাকর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত অন্যদের সংস্পর্শেও আসেন। তারপরই আগাম সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে ভবনের ভেতর বসবাসরত শতাধিক পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়। ওই পরিচ্ছন্নতাকর্মীর পুত্রবধূর দেহে করোনা শনাক্ত করা হয় চারদিন আগে।

রাষ্ট্রপতি ভবনের ভেতর বসবাসরত ওই ১১৫টি বাড়ির মধ্যে ২৫টি বাড়ির সদস্যকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, পরিচ্ছন্নতাকর্মীর পুত্রবধূর মা কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন পরিবারের সব সদস্য।

অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পরই রাষ্ট্রপতি ভবনে কর্মরত ওই পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের সব সদস্যকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। ওই পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়। বাকি সবার ফল নেগেটিভ আসলেও পরিচ্ছন্নতাকর্মীর পুত্রবধূ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারকে এই পরিস্থিতিতে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন। তবে অন্যদের দিল্লির একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৬০১; মৃত্যু হয়েছে ৫৯০ জনের। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ দুই সহস্রাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে রাজধানী দিল্লিতে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360