ঢাকায় ফিরলেন ৭০ মালদ্বীপ প্রবাসী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ঢাকায় ফিরলেন ৭০ মালদ্বীপ প্রবাসী - Shera TV
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

ঢাকায় ফিরলেন ৭০ মালদ্বীপ প্রবাসী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
মালদ্বীপে বসবাসরত প্রবাসী ৭০ জন বাংলদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে মঙ্গলবার তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু-এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. এনামুল হক।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরুপ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপের ৭১ জন নাগরিককে ঢাকা হতে মালদ্বীপে পোঁছে দেয়া হয়েছিল।

পরবর্তীতে সি-১৩০জে পরিবহন বিমানটি ফেরার পথে মালদ্বীপে বসবাসরত ৭০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে নিয়ে দেশে ফিরে আসে। এসকল প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মালদ্বীপে বসবাসরত যেসব প্রবাসী নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন, এ যাত্রায় শুধুমাত্র তাদেরই যথাযথ মেডিকেল চেক-আপের মাধ্যমে সুনিশ্চিত করার পর দেশে ফেরত আনা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360