নিজস্ব প্রতিবেদক:
ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়ে আটকেপড়া আরও ১৬৪ বাংলাদেশি ফিরে এসেছেন। বুধবার (২২ এপ্রিল) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এ নিয়ে তিন ফ্লাইটে চেন্নাই থেকে ৪৯২ জন বাংলাদেশিকে দেশে ফেরালো বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি।
ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে ১৬৪ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আগামী শুক্রবার ও শনিবার চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে করা হবে। এর আগে, গত সোমবার ও মঙ্গলবার দুটি ফ্লাইটে চেন্নাই থেকে ৩২৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে ইউএস বাংলা।
উল্লেখ্য, ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য গিয়ে আটকা পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলো না। এ পরিস্থিতিতে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করে। বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়ায় ইউএস-বাংলা। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।
সেরা নিউজ/আকিব