ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইতালিতে করোনা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। একটানা গত ৫ দিন নতুন করে আক্রান্ত রোগীর চেয়ে সংখ্যায় সুস্থ হচ্ছে বেশি। গত ২৪ ঘণ্টায় অতীতের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হয়েছে। সেইসা থে কমেছে নতুন করে আক্রান্ত ও মৃতের হার।
দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের রিপোর্টে দেখা যায়, অব্যাহতভাবে কমছে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা। বিপরীতে সন্তোষজনক হারে বৃদ্ধি পেয়েছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৪৬ জন। এর বিপরীতে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৩ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৬৪ জন। এতে দেখা যায়, গতকালের মোট আক্রান্ত সংখ্যা থেকে আজ ৮৫১ জন কমেছে। বিগত ৫ দিন ধরেই ইতালীতে মোট সংখ্যা থেকে রোগীর সংখ্যা কমছে।
সবশেষ হিসাব অনুযায়ী, ইতালিতে সবমিলিয়ে ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৫৭ হাজার ৫৭৬ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫৪৯ জনের। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতাল এবং বাসায় চিকিৎসাধীন আছে ১ লাখ ৬ হাজার ৮৪৮ জন। এর মধ্যে মাত্র ২ শতাংশ রোগী মুমূর্ষ অবস্থায় আছে, যা সংখ্যায় ২ হাজার ২৬৭ জন। আর ১ লাখ ৪ হাজার ৫৮১ জন রোগী মাইল্ড কন্ডিশনে আছেন যারা সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেরা নিউজ/আকিব